ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ইসলাম

প্রধান পরিচালক ফেরদৌস ও নির্বাহী পরিচালক সাঈদ

সাংস্কৃতিক সংগঠন কলরবের নতুন কমিটি গঠন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
সাংস্কৃতিক সংগঠন কলরবের নতুন কমিটি গঠন

রশিদ আহমাদ ফেরদৌসকে প্রধান পরিচালক ও সাঈদ আহমাদকে নির্বাহী পরিচালক করে জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন- কলরবের নতুন সেশনের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাজধানীর পল্টনে কলরবের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শুরার বিশেষ বৈঠকে কমিটি গঠন সম্পন্ন হয়।



কমিটির অন্যরা হলেন, কাজী আমিনুল ইসলাম ও ইমজিয়াজ মাসরুর সিনিয়র পরিচালক, আবু সুফিয়ান ও মুহাম্মদ বদরুজ্জামান যুগ্ম নির্বাহী পরিচালক।

আর সহযোগী পরিচালক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম মামুন, আবু রায়হান, ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসান।

শিল্প ও সাহিত্য পরিচালক রোকন রাইয়ান, দফতর পরিচালক ওমর আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা পরিচালক, সাইদুজ্জামান নূর, সহকারী এনামুল হক, শিশু কিশোর পরিচালক ইকবাল মাহমুদ, সহকারী হুসাইন আদনান ও মাহফুজুল আলম।
 
২০০৪ সালে প্রখ্যাত ইসলামি সঙ্গীত শিল্পী আইনুদ্দীন আল আজাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব। সংগঠনটি দেশব্যাপী ইসলামি সংস্কৃতি ও সঙ্গীত ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।