ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

‘মহানবী বসে পড়েছিলেন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
‘মহানবী বসে পড়েছিলেন’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলানিউজের ইসলামি সেমিনারে মহানবী (সা.)-এর আদর্শ তুলে ধরে বক্তব্য রাখছেন আলেম-ওলামারা। তারা মহানবীর ইসলাম প্রচারের নানা ঘটনা তুলে ধরছেন।

  

সেমিনারে অংশ নিয়ে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সহকারী মুফতি শরিফুল আজম জানান, সর্বোচ্চ আখলাক ছিল মহানবীর মধ্যে। সাহাবাদের মধ্যেও রসুলের গুণাবলী, চরিত্র প্রতিচ্ছবি হিসেবে দেখা দিয়েছিল।

একবার কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকির দিকে হেঁটে যাচ্ছিলেন মহানবী (সা.)। সাহাবারাও তার পিছে পিছে যেতে থাকলো। তিনি পায়ের আওয়াজ পেলেন, মনে করলেন আগে যাওয়াটা অহংকারী হয়ে যায়। এরপর তিনি বসে পড়লেন, সাহাবাদের বললেন তোমরা এগিয়ে যাও।

এভাবে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতেন না মহানবী, এভাবে তিনি বিনয়ী হওয়ার পন্থা শিখিয়ে যান।

তিনি বলেন, ইসলাম প্রচারে প্রথমে ঠিক করতে হবে কোন দিকে, কোন পথে মানুষকে ডাকবে, রবের (আল্লাহ) দিকে ডাকতে হবে। উত্তম পন্থার মাধ্যমে ডাকতে হবে।

বাংলানিউজের এ আলোচনাকে সুন্নতের অনুসরণ হিসেবেও উল্লেখ করেন মুফতি শরিফুল আজম। মহানবীর আদর্শ চর্চা করার আগে আল্লাহর একাত্মবাদ প্রচার করতে হবে বলেও মনে করেন তিনি।

শনিবার (০২ জানুয়ারি) ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) কনফারেন্স রুমে বাংলানিউজের ইসলাম বিভাগের আয়োজনে ‘ডিজিটাল মিডিয়ায় প্রিয় নবী (সা.)-এর মূল্যবোধ চর্চা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

ইডব্লিউএমজিএল কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে অংশ নিচ্ছেন দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, খ্যাতিমান লেখক ও ধর্মীয় গবেষকরা।

দক্ষিণবঙ্গ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর ও কলাম লেখক মওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, ইসলামি পত্রিকা পরিষদ ও সম্পাদক (মাসিক আদর্শ নারী) সভাপতি মুফতি আবুল হাসান শামসাবাদী, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল শরিয়া রিসার্স একাডেমির (ইসরা) মুফতি ইউসুফ সুলতান সেমিনারে অংশ নিতে উপস্থিত হয়েছেন।

আরও রয়েছেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক মওলানা জিহির উদ্দিন বাবর, প্রিয়.কমের প্রিয় ইসলাম বিভাগের সম্পাদক মওলানা মিরাজ রহমান, জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার প্রিন্সিপাল মওলানা নুরুল ইসলাম ইসহাকি, ইসলামি লেখক ও গবেষক মুফতি মাহফূযুল হক, তরুণ আলেম ও লেখক মওলানা আতাউর রহমান খসরু, টঙ্গীর জামিয়া নুরিয়ার মুহাদ্দিস মওলানা রিয়াদুল ইসলাম মল্লিক, দৈনিক আমাদের অর্থনীতির ধর্ম বিভাগের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, মওলানা মুফতি ইউসুফ, তানজিল আমির।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মওলানা মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক মুফতি ড. গোলাম রব্বানী, বসুন্ধরা ইসলামি রিসার্স সেন্টারের সহকারী মুফতি শরিফুল আজম, খুলনা দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা এমদাদুল্লাহ কাসেমি, মাল্টিমিডিয়া লিমিটেডের রাহাবার ও চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলাম, মাসিক আদর্শ নারী পত্রিকার সহকারী সম্পাদক মওলানা মুনীরুল ইসলাম, মাসিক আল আশরাফ পত্রিকার মওলানা ইমরান সরদার, নুরবিডি ডটকমের সৈয়দ শামসুল হুদা অংশ নেবেন।   

সেমিনারে আরও উপস্থিত আছেন বাংলানিউজের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার এবং হেড অব নিউজ মাহমুদ মেনন।
 
বাংলানিউজের ইসলাম বিভাগের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ সেমিনার পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এমআইএইচ/এমএন/এএ

** আলেম-ওলামাদের ডিজিটাল মিডিয়ায় আসতে হবে
** বাংলানিউজের ইসলামি সেমিনার শুরু
** ডিজিটাল মিডিয়ায় প্রিয় নবী (সা.)-এর মূল্যবোধ চর্চা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।