ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বিশ্ব ইজতেমা

ইবাদত-বন্দেগিতে কাটছে মুসল্লিদের দ্বিতীয় দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ইবাদত-বন্দেগিতে কাটছে মুসল্লিদের দ্বিতীয় দিন ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে ইবাদত-বন্দেগিতে কাটছে মুসল্লিদের। ফজরের নামাজের পর থেকে খিত্তায় খিত্তায় অবস্থান নেওয়া মুসল্লিরা মওলানাদের বয়ান শুনছেন।



বয়ানে মওলানারা সবাইকে ইসলামের পথে চলা ও অন্যদের ইসলামের পথে চলার দাওয়াত দিচ্ছেন। বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের পদভারে টঙ্গীর তুরাগ তীর এখন ধর্ম নগরীতে পরিণত হয়েছে।

দ্বিতীয় দিন শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই শুরু হয় টুপি-পাঞ্জাবি পড়া মানুষের ঢল। টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে দেখা যায় ধর্মপ্রাণ মানুষের উপচেপড়া ভিড়।

আগামীকাল রোববার (১৭ জানুয়ারি) আখেরি মোনাজাতের আগ মুহ‍ূর্ত পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। ইতোমধ্যে ইজতেমা ময়দান পূর্ণ হয়ে গেছে। রোববার হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬।
আরএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।