ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বিশ্ব ইজতেমা

দ্বিতীয় পর্বেও হচ্ছে না যৌতুকবিহীন বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
দ্বিতীয় পর্বেও হচ্ছে না যৌতুকবিহীন বিয়ে ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: প্রতি বছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ে দেওয়ার প্রচলন থাকলেও এবার থেকে তা আর হচ্ছে না। এ বছর থেকে উঠে গেল বিগত বছরগুলোর যৌতুকবিহীন বিয়ের রেওয়াজ।



ইজতেমা আয়োজক কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, ইসলামিক শরিয়া অনুযায়ী ৫১তম ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বিয়ের আয়োজন হয়নি। দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও যৌতুকবিহীন বিয়ের কোনো আয়োজন হচ্ছে না।

এ পর্যন্ত সব ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। এবারই প্রথম বিয়ের এই প্রথা উঠে যায়। বিয়ে একটি সামাজিক ও অ‍ানন্দের অনুষ্ঠান। কিন্তু ইজতেমা ময়দানে বিয়ে হলে পরিবারের সদস্যরা সেই আনন্দ উপভোগ করতে পারেন না। তাই এখন থেকে বিয়ের আয়োজন নিজ নিজ বাড়িতেই হবে বলেও জানান গিয়াস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএস/এমজেএফ/

** ইবাদত-বন্দেগিতে কাটছে মুসল্লিদের দ্বিতীয় দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।