ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ইসলাম

ইজতেমামুখী মুসল্লিদের ঢল, যান চলাচলে শিথিলতা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইজতেমামুখী মুসল্লিদের ঢল, যান চলাচলে শিথিলতা ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমামুখী হাজারো মুসল্লির ঢল নেমেছে। মানুষের ভিড়ে রেডিসন, কুড়িল ফ্লাইওভার, খিলক্ষেত, উত্তরা, জসিমউদ্দীন, আবদুল্লাহপুর, চৌরাস্তা, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় যান চলাচলে শিথিলতা দেখা যাচ্ছে।



রোববার (১৭ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে ছুটতে থাকেন। এতে পায়ে হাঁটা মানুষের তীব্র ভিড়ের কারণে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল কম দেখা যাচ্ছে।

এদিকে, কুড়িল ফ্লাইওভারে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা যাচ্ছে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বাংলানিউজকে জানান, মুসল্লিরা যাতে নিরাপদে ইজতেমায় অংশ নিতে পারেন, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এসজেএ/আরএস/টিআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।