ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ইসলাম

গাজীপুরের ইজতেমা শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
গাজীপুরের ইজতেমা শুরু শুক্রবার

গাজীপুর: গাজীপুরে জেলাভিত্তিক ইজতেমা টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে।  

টঙ্গীর তুরাগ তীরে জেলাভিত্তিক ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে এসে পৌঁছেছেন।

অনেকের আগমন অব্যাহত রয়েছে। ইজতেমায় মুসল্লিরা তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনবেন এবং ইসলামের দাওয়াত বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাবে।

ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বাদ ফজর আম বয়নের মধ্যে দিয়ে গাজীপুর জেলার ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। কীভাবে তাবলিগের কাজ বিশ্ববাসীকে ছড়িয়ে দেওয়া যায় তার পরামর্শও করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।