ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

মিসরের কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশের হাফেজ সোলায়‌মান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
মিসরের কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশের হাফেজ সোলায়‌মান হাফেজ সোলায়মান হাওলাদার

মিসরে এপ্রিল (২০১৬) মাসের শুরুতে বিশ্বের ৮০টি দেশের হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি হয়েছেন হাফেজ সোলায়মান হাওলাদার (১৫)।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডশনের (বায়তুল মোকাররম) সভাকক্ষে শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে মিসর যাওয়ার টিকেট অর্জন করে।

ভোলা জেলায় জন্ম নেওয়া হাফেজ সোলায়মানের বাবার নাম মো. আলমগীর হাওলাদার।

সোলাইমান ২০১৫ সালে তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ৪র্থ স্থান লাভ করে।

হাফেজ সোলায়মান যাত্রাবাড়ির মারকাজুত তাহফিজ মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসার আরেক ছাত্র হাফেজ তরিকুল ইসলামকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। সে বাছাই পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।