ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

উত্তরার তাফসিরুল কোরআন মাহফিল কাল

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
উত্তরার তাফসিরুল কোরআন মাহফিল কাল

উত্তরা ১৩ নম্বর সেক্টর গাউসুল আজম জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল শুক্রবার বাদ জুমা (১৮ মার্চ) ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য আলোচক ও খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী।



গাউসুল আজম জামে মসজিদের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি পরিচালনা করবেন মসজিদের খতিব মোফাসসেরে কোরআন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

মাহফিলে আরও ওয়াজ করবেন জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।

মাহফিলে আরও উপস্থিত থাকবেন- প্রফেসর হামীদুর রহমান, আল্লামা মুফতি রুহুল আমীন, মাওলানা শেখ আযীমুদ্দীন, মাওলানা নাজমুল হাসান, মুফতি মাসউদুল করিম, মাওলানা আনোয়ারুল ইসলাম, মুফতি কেফায়েতুল্লাহ আল আজহারী, মাওলানা জালাল উদ্দিন, মুফতি রুহুল আমীন, মুফতি ওহীদুল আলম, মুফতি এহসান উল্লাহ ও মুফতি জুনায়েদ কাসেমীসহ স্থানীয় অনেক আলেম।

মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করবে কলরব শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।