ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

জাপানে শুরু হলো কোরআন প্রতিযোগিতার রীতি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জাপানে শুরু হলো কোরআন প্রতিযোগিতার রীতি

জাপানের ইসলামি ওয়াকফ এসোসিয়েশনের অায়োজনে পবিত্র কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ১৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

৭ গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি পূর্ণ কোরআন হেফজ, ৫ পারা কোরআন হেফজ, ২ পারা কোরআন হেফজ, ১ পারা কোরআন হেফজ, অাধা পারা কোরআন হেফজ, কোরআনের একটি সূরা হেফজ এবং তেলাওয়াত বিভাগে ভাগ করা হয়।

জাপানের বিশিষ্ট ৬ জন ক্বারি প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।

জাপানে এমন প্রতিযোগিতা এটাই প্রথম নয়। বেশ কয়েক বছর ধরে অনিয়মিতভাবে কোরআন প্রতিযোগিতার নানা অায়োজন হয়ে আসছে। তবে এবার আয়োজকরা বলেছেন, এখন থেকে এ প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবেন।

টোকিওর ইসলামি আরবি কেন্দ্রের পরিচালক নাসির আন নাঈম, জাপানের ইসলামি ওয়াকফ এসোসিয়েশনের পরিচালক শেখ আকিল সিদ্দিকিসহ সেদেশের অনেক ইসলামি ব্যক্তিত্ব এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৮ মার্চ) দিনব্যাপী প্রতিযোগিতাটি চলে। প্রতিযোগিতার শুরুতে আমন্ত্রিত বক্তারা পবিত্র কোরআন হেফজ এবং প্রশিক্ষণের বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।