ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মসজিদে নববীর ইমাম শায়খ আইয়ুব আর নেই

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
মসজিদে নববীর ইমাম শায়খ আইয়ুব আর নেই ক্বারী শায়খ মুহাম্মদ আইয়ুব

সৌদি আরবের মসজিদে নববীর সম্মানিত ইমাম ও সুমধুর কন্ঠে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে বিশ্বব্যাপী সাড়া জাগানো ক্বারী শায়খ মুহাম্মদ আইয়ুব আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হানাফি মাজহাবের অনুসারী শায়খ আইয়ুব শনিবার (১৬ এপ্রিল) ফজরের সময় ইন্তেকাল করেন। বাদ জোহর মসজিদে নববীতে জানাজা শেষে তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

শায়খ ক্বারী আইয়ুব ১৯৫৮ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। মক্কায় প্রাথমিক শিক্ষা শেষে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করে পিএইচডি ডিগ্রীও অর্জন করেন। শিক্ষা জীবন শেষে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা শুরু করেন।

মুহাম্মদ আইয়ুব বিন মুহাম্মদ ইউসুফ ইবনে সোলায়মান উমর অধ্যাপনা, মসজিদে নববীতে ইমামতি ছাড়া বেশ কিছু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। তিনি কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রকল্পের সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।