ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইরানের অন্ধ তরুণী হাফেজ সামার বিশ্বজয়

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ইরানের অন্ধ তরুণী হাফেজ সামার বিশ্বজয়

দীর্ঘদিনের লালিত ইচ্ছা পূরণ হলো ইরানের অন্ধ হাফেজ সামা বাবা’র। তার স্বপ্ন ছিলো- কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে বিশ্বসেরা হওয়ার।

ঘোষণা দিয়েই তিনি বিশ্বসেরার খেতাব জয় করে নিলেন।

২১ বছরের তরুণী সামা তার স্বপ্নপূরণের লক্ষে জর্ডানে শুধু নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে প্রথম স্থান লাভ করেন। প্রতিযোগিতায় তার সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত সবাইকে মুগ্ধ করেছে।

জর্ডানের আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অায়োজনে ৯ এপ্রিল শুরু হওয়া কোরআন প্রতিযোগিতাটি শেষ হয় গত ১৫ এপ্রিল। প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক দেশের প্রতিনিধি অংশ নেন।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন জর্ডানের তিনজন, লেবাননের একজন এবং মরক্কোর একজন।

কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান লাভ করেন ইরানের সামা বাবা। এ ছাড়া বাহরাইন, কাতার, ফিলিস্তিন ও মৌরিতানিয়ার প্রতিনিধিরা যথাক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম হয়েছেন।

প্রতিযোগিতা শেষে সামা বাবা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, কোরআনের মালিকের অসীম কৃপা ও অনুগ্রহ এবং আমার মায়ের অপরিসীম প্রচেষ্টা, বন্ধুদের দোয়ার প্রেক্ষিতে সফল হতে পেরেছি। আমি সবার দোয়াপ্রার্থী।

রাজধানী আম্মানে কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী। অনুষ্ঠানে আরও ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।

** কোরআন তেলাওয়াতে বিশ্বসেরা হতে চান অন্ধ তরুণী সামা

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।