ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

আমেরিকায় প্রথম ইসলামি পোশাকের দোকান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ২১, ২০১৬
আমেরিকায় প্রথম ইসলামি পোশাকের দোকান ছবি: সংগৃহীত

আমেরিকার ফ্লোরিডায় শুধু নারীদের জন্য ইসলামি পোশাকের দোকান খোলা হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো শপিং সেন্টারে অবস্থিত ওই দোকানের নাম ভেরোনা কালেকশন।

এটাই আমেরিকার প্রথম ইসলামি পোশাকের দোকান। দোকান মালিক ‘লিসা ভোগেল’ (Lisa Vogl)।

ভোগেল একজন আমেরিকান ডিজাইনার। তিনি ২০১১ সালে ইসলাম ধর্মগ্রহণ করেন এবং ২০১৩ সাল থেকে ইসলামি পোশাকের ডিজাইন ও উৎপাদন শুরু করেন।

নতুন দোকানের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগত অতিথিদের জন্য লাল গালিচা বিছানো হয়। অনুষ্ঠানে ভোগেল বলেন, বর্তমানে আমাদের হৃদয় ও মনে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে, হিজাবি নারীরা হিজাব পরতে বাধ্য হয় এবং তারা অশিক্ষিত। কিন্তু প্রকৃত বিষয় এমনটি নয়। তারা নিজ ইচ্ছায় এটা ব্যবহার করেন।

৩০ বছর বয়সী এই মুসলিম ডিজাইনার বলেন, আমার ছেলেবেলা থেকে আমি আমার নানী এবং দাদীর সঙ্গে দর্জির কাজ করতাম এবং তিনি সেগুলো সেলাই করতেন।

তিনি বলেন, আমেরিকায় মুসলমানদের জন্য ইসলামি পোশাক খুঁজে পাওয়া অতি কষ্টসাধ্য বিষয়। আর সে জন্যই আমি মুসলমান হওয়ার পর থেকে এ কাজে মনযোগী হই।

ভোগেল আরও বলেন, আমি তিনমাস ধরে দোকানের জন্য একটি উপযুক্ত স্থান খুঁজছিলাম এবং অবশেষে ‘অরল্যান্ডো’ শপিং সেন্টারকেই একটি উপযুক্ত অবস্থান হিসাবে খুঁজে পেলাম।

এখন পর্যন্ত আমি সবার কাছ থেকে অসাধারণ সমর্থন পেয়েছি। আরও মজার বিষয় হরো, আমাদের এই দোকানের অধিকাংশ গ্রাহক হলেন অমুসলিম।

ভবিষ্যতে ভোগেল লন্ডন ও প্যারিসে ইসলামি পোশাকের দোকান খুলতে চান। তিনি এ লক্ষ্য নিয়ে এগুচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ২১, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।