ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

রমজানে ডায়াবেটিস-হৃদরোগীদের করণীয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৬
রমজানে ডায়াবেটিস-হৃদরোগীদের করণীয়

ঢাকা: হৃদরোগীরা অনেক সময় রোজা রাখতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন। ডায়াবেটিস রোগীরাও নিয়ম মেনে চলতে গিয়ে ভোগেন জটিলতায়।

আবার সঠিক পরামর্শ না পেয়ে অসুস্থও হয়ে পড়েন কেউ কেউ।

এ সব সমস্যা এড়িয়ে হৃদরোগ ও ডায়াবেটিস রোগীরা যাতে সঠিক নিয়মে রোজা রাখতে পারেন, এ নিয়ে শনিবার (২১ মে) রাজধানীর চামেলীবাগে অনুষ্ঠিত হলো ডাক্তার-রোগী মতমবিনিময় সভা।

আসন্ন রমজান মাস উপলক্ষে ছিলো এ আয়োজন।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. তৌফিকুর রহমান (ফারুক) রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

রোজাবস্থায় হৃদরোগীদের ডায়‍াবেটিস থাকলে ইনসুলিন নেওয়ার নিয়ম কী?

এ প্রশ্নের জবাবে ডা. তৌফিক বলেন, ডায়াবেটিস রোগী ইনসুলিন নির্ভরও হলে সেহরির আগে ও প্রয়োজনে ইফতারির আগে ইনসুলিন নিতে পারবেন।
 

হৃদরোগীদের প্রশ্ন ছিলো, তারা কী রমজান মাসে রোজা রাখতে পারবেন?
এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ, হৃদরোগীরা রমজান মাসে রোজা রাখতে পারবেন। তবে ওষুধের মাত্রা কিছুটা পরিবর্তন করা লাগতে পারে।


বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ২১, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।