ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

আমেরিকার রাস্তায় রমজান উপলক্ষে ফুল ও উপহার বিতরণ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মে ৩০, ২০১৬
আমেরিকার রাস্তায় রমজান উপলক্ষে ফুল ও উপহার বিতরণ ছবি: সংগৃহীত

আমেরিকার মতো ব্যস্ত দেশের নাগরিকরা সাত সকালে রাস্তায় বের হয়ে অবাক। কারণ, সকালবেলায় তাদেরকে হাতে তুলে দেওয়া হচ্ছে ফুল আর শুভেচ্ছা উপহার।

সাপ্তাহিক ছুটির দিন রোববার (২৯ মে) রাস্তা, কেনাকাটা, পার্ক কিংবা গীর্জার জন্য বের হওয়া মানুষকে এসব উপহার দেওয়া হয়।  

মুসলমানরা যখন রমজান মাস শুরুর জন্য প্রস্তুত হচ্ছেন, ঠিক তার আগে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে বসবাসরত মুসলমানরা শহরের বাসিন্দাদের মাঝে লাল গোলাপ ও শুভেচ্ছা উপহার বিতরণ করার উদ্যোগ নেন। আমেরিকার মেরিল্যান্ড, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসির তরুণ মুসলমানদের একটি দল এভাবেই ফুল দিয়ে, ইসলামের শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেন।

উদ্যোক্তাদের আশা, এ কাজের ফলে দেশবাসীর মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠিত হবে। সেই সঙ্গে মানুষ বুঝতে পারবে, সত্যিকারার্থেই ইসলাম হচ্ছে, শান্তি, প্রেম ও ভালোবাসার ধর্ম।

কর্মসূচির অন্যতম উদ্যোক্তা সৌদি আরবের আবদেল মাহফুজ এ বিষয়ে বলেন, আমরা ইসলাম সম্পর্কে আমেরিকানদের ভুল এবং ইসলাম বিদ্বেষ দূর করতে এই পদক্ষেপ হাতে নিয়েছি। আমার প্রচুর সাড়া পেয়েছি। ফলে আমাদের উৎসাহ আরও বেড়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের মতো এমন কর্মসূচি নিয়মিত পালন করবো।

ফুলের সঙ্গে পবিত্র কোরআনের আয়াত ও মহানবী (সা.)-এর হাদিসের অনুবাদের ছোট পুস্তিকাও দেওয়া হয়। ওই সব পুস্তিকায় শান্তি ও ভালোবাসার বাণী লেখা রয়েছে। যেগুলো চয়ন করা হয়েছে কোরআন ও হাদিস থেকে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘন্টা, মে ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।