ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

পৌর মেয়রের উদ্যোগ

ফেনীতে সুবিধাবঞ্চিতদের জন্য উম্মুক্ত ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
ফেনীতে সুবিধাবঞ্চিতদের জন্য উম্মুক্ত ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য উম্মুক্ত ইফতারের আয়োজন করেছে ফেনী পৌরসভা। এমন আয়োজনে অংশ নিয়ে ইফতার করতে পেরে বেশ সন্তুষ্ট ও তৃপ্ত সুবিধাবঞ্চিতরা।


 
এই ইফতার আয়োজনে অংশ নেওয়া মানুষদের মধ্যে রয়েছেন- এতিম, মিসকিন, দিনমজুর থেকে শুরু করে রিক্সাচালক, খেটে খাওয়া মানুষ, ভিক্ষুকসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা। কাউকেই দাওয়াত দিতে হয় না বা ডেকে আনতে হয় না।   যে যার মতো এসে এক কাতারে বসে শামিল হয়ে ইফতার করেন পৌরসভা চত্বরে।

পবিত্র রমজান উপলক্ষে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী এই ইফতারের আয়োজন করছে ফেনী পৌরসভা কর্তৃপক্ষ।

এ ইফতারির রেওয়াজ চালু করেন ফেনী- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তখন তিনি ফেনী পৌরসভার মেয়র ছিলেন। এরই ধারাবাহিকতায় এই ইফতারের রেওয়াজ চালু রেখেছেন বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন।

উন্মুক্ত ইফতার অায়োজন প্রসঙ্গে পৌর মেয়র হাজী আলাউদ্দিন বলেন, সমাজে এখনও অনেক মানুষ আছেন; যারা রোজা রেখে ঠিকমতো ইফতার করতে পারেন না। সেসব গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ও তাদের প্রতি পৌরসভার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি রমজানে ফেনী পৌরসভার আয়োজনে এই ইফতারির আয়োজন করা হয়।
 
এই ইফতার আয়োজনে প্রতিদিন শতাধিক মানুষ অংশ নেন। খেজুর, শরবত, জিলাপি, মিষ্টি, ছোলা ও মুড়ি- ইত্যাদি দিয়ে এই ইফতারের আয়োজন করা হয়। তবে ব্যবস্থাপনার খুব ব্যাপক না হলেও এখানে ইফতারে অংশ নেওয়া মানুষষেরা বেশ তৃপ্তি সহকারেই ইফতার করেন এখানে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘন্টা, জুন ২৩, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।