ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বাংলাদেশকে পাঁচ হাজার কোরআন শরীফ উপহার সৌদির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
বাংলাদেশকে পাঁচ হাজার কোরআন শরীফ উপহার সৌদির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য পবিত্র কোরআন শরীফ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত রাজকীয় সৌদি দূতাবাসের চার্জ ‌দ্য অ্যাফেয়ার্স হাসান আল-হাজমি প্রথম পর্যায়ে পাঁচ হাজার কোরআন কপি উপহার হিসেবে হস্তান্তর করেন।

 
 
বুধবার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো. আব্দুল জলিল পবিত্র কোরআন শরীফের কপিগুলো গ্রহণ করেন।
 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, পবিত্র কোরআন হস্তান্তর অনুষ্ঠানের এ সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, যুগ্মসচিব জাকির আহমেদ, ডা. বোরহান উদ্দিন, সৌদি দূতাবাসের পরিচালক ইব্রাহিমসহ অন্যান্য কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।