ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বায়তুল মুকাররম মসজিদে লাইলাতুল কদরের অনুষ্ঠানমালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
বায়তুল মুকাররম মসজিদে লাইলাতুল কদরের অনুষ্ঠানমালা

ঢাকা: আগামী ২ জুলাই (শনিবার) দিনগত রাতে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আগামী শনিবার দুপুর ২টায় (বাদ যোহর) ‘পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য’ শিরোনামে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

ওয়াজ করবেন ঢাকার মদীনাতুল উলুম কালিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আবদুর রাজ্জাক।

এছাড়া একই দিনে তারাবির নামাজের পর রাত ১০টা ৪৫ মিনিটে ‘পবিত্র লাইলাতুল কদরের ফজিলত ও করণীয়’ শিরোনামে ওয়াজ, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ওয়াজ পেশ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এফবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।