ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

কাতার ফাউন্ডেশন বিভিন্ন দেশে ৩৩৫টি মসজিদ নির্মাণ করছে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
কাতার ফাউন্ডেশন বিভিন্ন দেশে ৩৩৫টি মসজিদ নির্মাণ করছে

বিশ্বের অনুন্নত ও দরিদ্র দেশে ৩৩৫টি মসজিদ নির্মাণে সহায়তা করছে কাতারভিত্তিক বেসরকারি সেবা সংস্থা ‘শেখ ঈদ বিন মুহাম্মাদ চ্যারিটেবল এসোসিয়েশন- ঈদ চ্যারিটি’ (Sheikh Eid Bin Mohammad Al Thani Charitable Association- Eid Charity)। খবর দ্য পেনিনসুলার।

মানবতার সেবার ব্রত নিয়ে ১৯৯৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এই এনজিও’র কার্যক্রম রয়েছে বিশ্বজুড়ে।

চলতি বছরের প্রথম ছয় মাসের কাজের প্রতিবেদন প্রকাশকালে কাতারের এই সেবা সংস্থাটি জানায়, তারা বিশ্বের ১৭টি দেশে ৩৩৫টি মসজিদ নির্মাণ কাজের সহযোগিতা করছে। এ সব মসজিদ নির্মাণ করতে প্রায় ২ কোটি ১০ লাখ কাতারি রিয়াল ব্যয় হবে।

প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে মধ্যে বেশ কিছু মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং আশা করা যাচ্ছে, চলতি বছরের মধ্যে বাকী মসজিদগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হবে।

প্রকল্প অনুযায়ী সব কয়টি মসজিদে অজুখানা, নামাজের জন্য গালিচা, বিদ্যুৎ ও মাইকসহ অন্যান্য সুবিধা থাকবে।

বিভিন্ন দেশে মসজিদ নির্মাণে সহযোগিতা ছাড়াও সংস্থাটি বিশ্বের ৬০টি দেশের প্রায় ৪৫ হাজার এতিম শিশুকে লালন-পালন, স্বাস্থ্য সেবা ও শিক্ষাদানের ব্যবস্থা করছে। প্রতি মাসে এই এতিম শিশুদের জন্য ৯০ লাখ কাতারি রিয়াল ব্যয় করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘন্টা, আগস্ট ০৮, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।