ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সৌদিতে বেতন সুবিধা বাড়াতে হিজরির বদলে খ্রিস্ট বর্ষ চালু

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
সৌদিতে বেতন সুবিধা বাড়াতে হিজরির বদলে খ্রিস্ট বর্ষ চালু

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য লেনদেন হবে খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসেবে। এতদিন দেশটিতে হিজরি সাল বা চন্দ্রনির্ভর ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করা হতো।

আরব নিউজের এক খবরে মন্ত্রী পরিষদের সাম্প্রতিক এই সিদ্ধান্তে এ কথা জানানো হয়। কর্মজীবীদের বেতন ও আনুষঙ্গিক সুবিধা বাড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।

সৌদি সরকারে এই সিদ্ধান্ত চলতি অক্টোবর মাসের ১ তারিখ থেকেই কার্যকর হবে।

১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে চান্দ্র বর্ষপঞ্জি চালু ছিল। এ বর্ষপঞ্জিতে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ২৯ অথবা ৩০ দিনের মোট ১২ মাসে এক বছর হতো। চন্দ্রনির্ভর এ বছর সম্পূর্ণ হতো ৩৫৪ দিনে অর্থাৎ গ্রেগরিয়ান বা খ্রিস্টীয় ক্যালেন্ডারের চেয়ে বছর ছিল ১১ দিন কমে, ফলে ১১ দিনের বেতন থেকে বঞ্চিত হতেন চাকুরিজীবিরা।

দেশের অর্থবছর এই হিসাব অনুযায়ী গণনা হবে ও সরকারি কর্মজীবীদের পাশাপাশি বেসরকারি খাতের চাকুরিজীবিদেরও বেতন দেওয়া হবে ৩৬৫ দিনে বছর ধরে।

তবে সরকারি কাগজপত্র, রাষ্ট্রীয় ফরমান ইত্যাদিতে লেখার ক্ষেত্রে আগে হিজরি তারিখ লেখা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।