ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

ইতালিতে ৫০ বছরে মুসলমানের সংখ্যা দুই হাজার থেকে ২০ লাখ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ইতালিতে ৫০ বছরে মুসলমানের সংখ্যা দুই হাজার থেকে ২০ লাখ ইতালিতে ইউরোপের বৃহত্তম মসজিদটি অবস্থিত

ইউরোপের অন্যতম উন্নত দেশ ইতালিতে ৫০ বছরে মুসলমানের সংখ্যা দুই হাজার থেকে বেড়ে ২০ লাখে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে।

খবর ব্রিটেনের অনলাইন এক্সপ্রেস।

মুসলমানদের সংখ্যা বৃদ্ধির হার দেখে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ রিলিজিয়নস স্টাডিসের (সেসনার) পরিচালক সমাজবিজ্ঞানী ম্যাসিমো ইনট্রোভিন হতবাক হয়ে গেছেন।

ম্যাসিমো ইনট্রোভিন বলেন, মুসলমানদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বেশ আশ্চর্যজনক। কেননা ১৯৭০ সালে দেশটিতে মাত্র দুই থেকে তিন হাজার মুসলমান বসবাস করত। সেখানে ৫০ বছর পরে ২০১৫ সালে দেশটিতে মুসলমানের সংখ্যা ২০ লাখে এসে পৌঁছেছে।

তিনি বলেন, ইতালিতে মুসলমানদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ক্যাথলিক খ্রিস্টানদের পর ইতালির দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে অবস্থান করছে ইসলাম।  

বিশেষজ্ঞদের মতে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে ইতালিতে অভিবাসীদের অব্যাহত আগমনের ফলে মুসলমানদের সংখ্যা আরও দ্রুত বাড়বে। গত ৩ বছরে খ্রিস্টান ও মুসলমান মিলিয়ে ৪ লাখের বেশি অভিবাসী গ্রহণ করেছে ইতালি।  

ইতালিতে মুসলমানদের সংখ্যা বাড়লেও দেশটিতে মাত্র চারটি মসজিদ সরকারের নিবন্ধন পেয়েছে। আর ৮টি মসজিদ রয়েছে অনুমোদনের অপেক্ষায়। এ ছাড়া সারাদেশে প্রায় ২ হাজার অনিবন্ধিত মসজিদ ও নামাজের জায়গা রয়েছে।  

ইতালি কর্তৃপক্ষ অভিবাসী মুসলমানদের নাগরিক সুবিধা বাড়ানো এবং সাধারণ নাগরিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য একটি কাউন্সিল গঠন করেছে। এ কাউন্সিল অভিবাসী মুসলমানদের সব বিষয় দেখভাল করে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।