ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

‘আমিন-আমিন’ ধ্বনি তুরাগ তীরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
‘আমিন-আমিন’ ধ্বনি তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত, ছবি: জিএম মুজিবুর

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদের তীরে ‘আমিন-আমিন’ ধ্বনিতে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় এ আখেরি মোনাজাত শুরু হয়।

সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মুসল্লি প্রতীক্ষা শেষে মোনাজাতে শরিক হন। এতে ইজতেমা ময়দানে জনসমুদ্রে হঠাৎ নেমে আসে  নিরবতা।

লাখ-লাখ মুসল্লি দু’হাত তুলে মগ্ন হয়ে ‘আমিন-আমিন’ বলে স্রষ্টার কাছে ফরিয়াদ জানাচ্ছেন। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করছেন, ইসলামের দেখানো পথে নিজেকে চালিত করার জন্য আল্লাহর কাছে কৃপা জানাচ্ছেন। মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভী।

গত শুক্রবার বাদ ফজর শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। তাবলিগ জামায়ত অনুসারীসহ দেশ-বিদেশি কয়েক লাখ মুসল্লি ইজতেমায় অংশ নেন। বিশ্ব ইজতেমা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর টঙ্গীসহ আশপাশের এলাকা ব্যাপক নিরাপত্তা বলবৎ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএস/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।