ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বয়ান দেবেন যারা

মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বয়ান দেবেন যারা ইজতেমার মাঠে মুরুব্বিদের পরামর্শে নেওয়া সিদ্ধান্তের অনুলিপি

টঙ্গীর তুরাগ তীরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫২তম বিশ্ব ইজতেমার ২য় পর্বের আনুষ্ঠানিকতা। মাঠের একাধিক দায়িত্বশীল বাংলানিউজকে জানিয়েছেন, ইজতেমার মাঠে তাবলিগি সাথীদের ব্যাপক উপস্থিতির কারণে আজ থেকেই আম বয়ান শুরু হয়েছে। 

মাঠের একাধিক দায়িত্বশীল বাংলানিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ফজরের নামাজের পর কাকরাইলের মুরুব্বি মাওলানা ওমর ফারুকের আম বয়ান করেছেন। ইজতেমার মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে উপস্থিত মুসল্লিরা আম বয়ান শোনার পাশাপাশি, তালিম, জিকির ও মশকসহ অন্যান্য ইবাদত-বন্দেগি করে সময় পার করছেন।

 

অর্ধশতাধিক দেশের কয়েক হাজার বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৭টি জেলার মুসুল্লিরা ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন। ইতোমধ্যেই মাঠে তাবলিগি সাথীরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। নতুন যারা আসছেন তাদের নিজ দায়িত্বে সামিয়ানা টানিয়ে থাকার ব্যবস্থা করতে হচ্ছে।  

ইজতেমার মাঠে মুরুব্বিদের বৈঠক: এদিকে ইজতেমার মাঠে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল দশটায় শতাধিক মুরুব্বি বিশেষ মাশওয়ারায় (পরামর্শে) বসেন। মাশওয়ারায় ২০১৮ সালের তারিখ নিধারর্ণ, আগামী তিন দিন ইজতেমার মাঠে বয়ানকারীর তালিকা চূড়ান্ত, বিভিন্ন ভাষার বয়ানের অনুবাদক নির্ধারণ এবং বিভিন্ন কাজের দায়িত্বশীল নির্ধারণ করা হয়। আজকের পরামর্শে নেওয়া সিদ্ধান্তসমূহের লিখিত একটি অনুলিপি বাংলানিউজের কাছে রয়েছে।  

আজকের বয়ানে যারা থাকছেন: মুরুব্বিদের সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ জোহর ইজতেমার মাঠে মুসল্লিদের উদ্দেশ্যে আম বয়ান করেন দিল্লি মারকাজের মুরুব্বি মাওলানা চেরাগ উদ্দিন। আসরের নামাজের পর মাঠে বয়ান করবেন কাকরাইলের মাওলানা মুহাম্মদ হোসাইন। মাগরিবের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা শওকত।  
ইজতেমার মাঠে উপস্থিত মুসুল্লিদের একাংশ
শুক্রবারের কর্মসূচি: শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন দিল্লির মাওলানা শামীম। আর জুমার নামাজের ইমামতি ও জুমার পর বয়ান করবেন কাকরাইলের মাওলানা রবিউল হক। বাদ আসর পাকিস্তানের মাওলানা এহসানুল হক ও বাদ মাগরিব দিল্লি মারকাজের আমির মাওলানা সাদ সাহেবের বয়ান করার কথা রয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) ইজতেমার মাঠে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজের জামাত। জুমার জামাতে উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ আশেপাশের এলাকা থেকে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন।  

শনিবারের কর্মসূচি: শনিবার (২১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন দিল্লির মাওলানা জামশেদ। সকাল ১০টায় আলেম-উলামাদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করবেন মাওলানা সাদ কান্ধলভী।  

বাদ জোহর বয়ান করবেন তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা জোবায়েরুল হাসান (রহ.)-এর ছেলে মাওলানা মুরসালিন। বাদ আসর মাওলানা সাদ সাহেবের ছেলে মাওলানা ইউসুফ ও বাদ মাগরিব দিল্লি মারকাজের আমির মাওলানা সাদ সাহেবের বয়ান করার কথা রয়েছে।

আখেরি মোনাজাত: রোববার (২২ জানুয়ারি) ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আজকের পরামর্শে সিদ্ধান্ত হয়েছে, রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মাঝে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন মাওলানা সাদ কান্ধলভী। আর রোববার ফজরের নামাজের পর ইজতেমার মাঠে মুসুল্লিদের উদ্দেশ্যে আম বয়ান করবে কাকরাইলের অালোচিত তাবলিগের মুরুব্বি ওয়াসিফুল ইসলাম।  

যেসব জেলা অংশ নিচ্ছে: ইজতেমার দ্বিতীয় ধাপে অংশ নেবেন ঢাকাসহ ১৭ জেলার মুসল্লি। অন্য জেলাগুলো হলো- মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল।

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিনদিন ব্যাপি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।