ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

হজ যাত্রীদের প্রাক নিবন্ধন শুরু ১৯ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
হজ যাত্রীদের প্রাক নিবন্ধন শুরু ১৯ ফেব্রুয়ারি হজ যাত্রী

ঢাকা: বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য এবছর প্যাকেজ মূল্য সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে (কোরবানি ব্যতীত) ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে প্রাক নিবন্ধন শুরু হবে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।

আগামী ৩০ মার্চ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন।  

হজের টাকা সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বা এজেন্সির মনোনীত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে টাকার রশিদ নিতে হবে।  

প্যাকেজের মূল্য প্রতি মার্কিন ডলার ৮০ টাকা ৫০ পয়সা এবং সৌদি রিয়াল ২১ টাকা ৫০ পয়সা হারে ধরা হয়েছে। কোরবানির জন্যে যাত্রীকে সঙ্গে আরও ১০ হাজার ৭৫০ টাকা নিতে হবে। এই প্যাকেজে মক্কায় বাড়ির দূরত্ব হবে ২ কিলোমিটারের মধ্যে এবং মদিনা মনওয়ার বাড়ির দূরত্ব হবে ১ হাজার মিটার।

সৌদি সরকারের নিয়মানুযায়ী হারাম শরীফ থেকে ২ কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি হলে অবশ্যই গাড়ির ব্যবস্থা রাখতে হবে।  

হজ যাত্রীদের কোনো দালালের মাধ্যমে নিবন্ধন না করার পরামর্শ দিয়েছে হাব।  

সংবাদ সম্মেলনে হাব’র সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার, মহাসচিব আবুল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭/আপডেট ২০০৭

এমএন/আরআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।