ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

সুনামগঞ্জের ইজতেমায় আখেরি মোনাজাতে শান্তি কামনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সুনামগঞ্জের ইজতেমায় আখেরি মোনাজাতে শান্তি কামনা সুনামগঞ্জের ইজতেমায় আখেরি মোনাজাতে শান্তি কামনা-ছবি : বাংলানিউজ

সুনামগঞ্জ: মুসলিম উম্মার শান্তি কামনায় সুনামগঞ্জে আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলাভিত্তিক ইজতেমা। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ১৭ মিনিট ব্যাপী এ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

শহরতলীর আব্দুজ জহুর সেতুর পাশে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পাশের মাঠে ইজতেমা ময়দানে হাজার-হাজার মানুষ অংশ নেয়।

চোখের পানিতে মুসল্লিরা স্রষ্টার কাছে গুণাহ মাফের ফয়িয়াদ জানান।

এ মোনাজাতে অংশ নিতে সকাল থেকে মানুষের ঢল নামে ইজতেমা ময়দানের দিকে।
 
নারী-পুরুষ সবাই আত্মশুদ্ধি লাভে ছুটে যান আখেরি মোনাজাতে শরিক হতে। মোনাজাত চলাকালে আমিন-আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে গোটা ইজতেমা ময়দান। আখেরি মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা জুবায়ের।
 
গত ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শুরু হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।