আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফেনীতে শেষ হলো আঞ্চলিক ইজতেমা-ছবি: বাংলানিউজ
ফেনী: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ফেনীর দেবীপুরে আঞ্চলিক পর্যায়ের সবচেয়ে বড় ইজতেমা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ তবলিগ জামায়াতের প্রধান মাওলানা মোহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করেন।
ফেনীর মাওলানা হাফেজ মোহাম্মদ নুর উদ্দিন বাংলানিউজকে জানান, আখেরি মোনাজাতে ফেনী ও আশপাশের কয়েক জেলার প্রায় পাঁচ লাখ মুসল্লি অংশ নেন। এছাড়া ১০টি দেশের দেড় শতাধিক বিদেশি মেহমান এতে অংশ নেন।
১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে জোহরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আরবি/এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।