তিনি বলেছেন, এবারের বইমেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কোরআন। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাসমূহের দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বাধিক বিক্রির তালিকা নির্ধারণ করা হয়েছে।
মহাপরিচালক ফুয়াদ হামুদ আরও বলেন, বিগত তিন বছরে পবিত্র কোরআনের পাণ্ডুলিপি, অনুবাদ ও তাফসির বিক্রয়ের হার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বইমেলার শেষ সপ্তাহে সর্বাধিক গ্রন্থ বিক্রয় হয়েছে। তবে অন্য বছরের তুলনায় চলতি বছরে বই বিক্রির হার বেশ কম। বিষয়টি প্রকাশকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কাসাব্লাংকার বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা সংস্থার সূত্রে বলা হচ্ছে, চলতি বছরে পবিত্র কোরআনের পাশাপাশি উপন্যাস ও মনোবিজ্ঞানের বই ছিলো পাঠকের চাহিদার শীর্ষে।
কাসাব্লাঙ্কা বইমেলা শুরু হয় ০৯ ফেব্রুয়ারি। বিশ্বের ৫৪টি দেশ অংশগ্রহণ করে মেলায়। ২৫ ফেব্রুয়ারি ছিলো মেলার শেষ দিন।
মেলায় মরক্কোর বিখ্যাত সব প্রকাশকরা অংশ নেয়। ফলে মেলাটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এমএইউ/