ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

কাতার কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর দ্বিতীয়

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
কাতার কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর দ্বিতীয় ২৮টি দেশের প্রতিযোগিদের পেছনে ফেলে ২য় স্থান অর্জন করেছেন কিশোর হাফেজ ইয়াকুব হোসাইন তাজ

বিভিন্ন দেশের ১০ বছর বয়সী হাফেজ ও কারিদের নিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল জীম টিভির কেরাত ও হেফজ রিয়েলিটি শো’তে অংশ নিয়ে বাংলাদেশের কিশোর প্রতিযোগী দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

২৮টি দেশের প্রতিযোগিদের পেছনে ফেলে ২য় স্থান অর্জনকারী কিশোরের নাম হাফেজ ইয়াকুব হোসাইন তাজ।  

হাফেজ ইয়াকুব ঢাকার তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র।

১০ বছর বয়সী এই হাফেজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মো. হোসাইনের কনিষ্ঠ পুত্র।  

এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে হাফেজ ইয়াকুব ৯৬টি দেশের প্রতিযোগীদের মাঝে ৫ম স্থান লাভ করেন।  

এই সাফল্যের জন্য আল্লাহতায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন হাফেজ ইয়াকুব আলী।

হাফেজ ইয়াকুব আলী তাজ বলেন, আমি সবার কাছে দোয়া চাই। বড় হয়ে একজন ভালো আলেম হতে চাই।  

উল্লেখ্য যে, জীম টিভির প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৫১ জন প্রতিযোগী অংশ নেয়। তন্মধ্যে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন ৪ জন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।