ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

নারী হাফেজদের প্রতিযোগিতায় অংশ নিতে জর্ডানে লিমা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
নারী হাফেজদের প্রতিযোগিতায় অংশ নিতে জর্ডানে লিমা নারী হাফেজদের প্রতিযোগিতায় অংশ নিতে জর্ডান গেলেন লিমা

বুধবার (২৯ মার্চ) জর্দানের রাজধানী আম্মানে শুধুমাত্র নারীদের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা।

জর্ডানের আওকাফ ও ইসলামিক এফেয়ার্স মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ আবিদা সুলতানা লিমা।

কারি সালামাত উল্লাহ পরিচালিত মারকাজুল হাফেজা ইন্টারন্যাশনাল হিফজ মহিলা মাদরাসার ছাত্রী হাফেজ আবিদা সুলতানা লিমা (১৪) প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

২০ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে লিমা জর্ডানের টিকিট অর্জন করেন।

৭ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বের ৬৫টি দেশের নারী প্রতিনিধিরা অংশ নেবেন।

প্রতিযোগিতা শেষ হবে ৩ এপ্রিল। প্রতিযোগিতাটি ৫ গ্রুপে বিভক্ত। পুরো কোরআন হেফজ, কোরআনের তাফসির ও ১০ পারা করে ৩ গ্রুপ।

বাংলাদেশের প্রতিনিধি হাফেজ লিমা পুরো কোরআন হেফজ গ্রুপে অংশ নেবেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।