মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউছুফ, অধ্যাপক মো. আবদুল কাদির, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ ও সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছেন- আবদুল্লাহ মাহমুদ নজীব (২য় বর্ষ), আখতার হোসাইন (৩য় বর্ষ), ফাহিম বিল্লাহ (৩য় বর্ষ) এবং আব্দুল্লাহ বিন আকিল (২য় বর্ষ)।
কাতার ফাউন্ডেশনের আয়োজনে এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে ৮৬টি দল আমন্ত্রিত হয়েছে।
৬ এপ্রিল (বৃহস্পতিবার) কাতারের উদ্দেশ্যে যাত্রা করবে ঢাবির আরবি বিভাগের শিক্ষার্থীরা।
আগামী ৭-১২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগী দলের সাফল্য কামনা করেছেন।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসকেবি/এমএইউ