ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

শিগগিরই শুরু হচ্ছে ৫৬০টি মসজিদের কাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
শিগগিরই শুরু হচ্ছে ৫৬০টি মসজিদের কাজ

ঢাকা: সারাদেশে প্রতি জেলা ও উপজেলায় মসজিদ নির্মাণ করে দিতে ১১ হাজার কোটি টাকা অনুদান দিচ্ছে সৌদি আরব সরকার। সেই অনুদানে শিগগিরই শুরু হচ্ছে ৫৬০টি মসজিদের কাজ।

অনুদানের অর্থে মসজিদের পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রও প্রতিষ্ঠা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তা মঙ্গলবার (১৮ এপ্রিল)  বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পরিকল্পনা মন্ত্রণালয় এ নিয়ে একসঙ্গে কাজ করছে।  

মসজিদ ছাড়াও কেরানীগঞ্জে ইসলামী-আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনেও অর্থ দেবে সৌদি আরব।

কেরানীগঞ্জে ২০ একর জমি অধিগ্রহণের জন্য স্থান নির্বাচন করা হয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নির্মাণে সৌদি সরকারের কাছ থেকে অনুদান গ্রহণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরির জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।  

কর্মকর্তা বলেন, ২০১৬ সালের জুনে (৩-৭ জুন) সৌদি আরব সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সফরের পর দ্বিপক্ষীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন-সংক্রান্ত প্রাথমিক প্রকল্প প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ প্রকল্প নিয়ে একটি ধারণাপত্রও তৈরি করা হয়েছে। যা সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।