ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

ইসলাম

চাঁদ দেখা গেছে, শবে বরাত ১১ মে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
চাঁদ দেখা গেছে, শবে বরাত ১১ মে

ঢাকা: বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১১ মে রাতে শবে বরাত পালিত হবে। ফলে ১২ মে (শুক্রবার) সরকারি ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।  এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।



ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা) লুৎফর রহমান সরকার বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ১১ মে দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪৩৮ হিজরির শাবান মাস। এ মাসের ১৪তম রাতে শবে বরাত পালিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, ওয়াক্‌ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) শাখাওয়াত হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শাফায়াত মাহবুব, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমাদ, ধর্মসচিবের একান্ত সচিব গোলাম মওলা, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান, স্পারসোর সিএসও শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবু রায়হান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।