ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

ইসলাম

রাশিয়ার উত্তরাঞ্চলে নতুন মসজিদ উদ্বোধন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ৭, ২০১৭
রাশিয়ার উত্তরাঞ্চলে নতুন মসজিদ উদ্বোধন রাশিয়ার উত্তরাঞ্চলে নতুন মসজিদ উদ্বোধন

রাশিয়ার কোস্টারুমা ( Kostroma ) শহরে শুক্রবার (০৫ মে) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত কোস্টারুমা শহরে অবস্থিত নতুন মসজিদটি মস্কো জামে মসজিদের পর দ্বিতীয় মসজিদ যা তুরস্কের সহায়তায় নির্মিত হলো।

মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে জুমার নামাজের ইমামতি করেন রাশিয়ার মুফতি কাউন্সিলের সভাপতি রাভিল জায়নুদ্দিন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান সচিব মুহাম্মদ ঘুরমায।  
মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার মুফতি কাউন্সিলের সভাপতি রাভিল জায়নুদ্দিন ও আমন্ত্রিত অতিথিবৃন্ধ
তিনি বক্তব্যে বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় কোস্টারুমা শহরে ৪০০ তুর্কি সৈন্য দীর্ঘ সময় কাটিয়েছেন। তারা এই স্থানে নামাজ আদায় করতেন। আমরা সেই স্মৃতি ধরে রাখতে এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে মসজিদটি নির্মাণ করার সিদ্ধান্ত নেই।  

রাশিয়ার পতনের পর মসজিদটি ধ্বংস করে সেখানে থিয়েটার নির্মাণ করা হয়। ১৯৯৮ সাল থেকে মসজিদটি ফিরে পেতে মুসলমানরা আইনি লড়াই শুরু করেন। সর্বশেষ ২০১৩ সালে আদালত মসজিদ নির্মাণের অনুমতি দিলে শুরু হয় নামাজ ও মসজিদের ভবন নির্মাণের কাজ। সর্বশেষ শুক্রবার আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধনের মাধ্যমে শুরু হলো নতুন এক অধ্যায়।  

-ওয়ার্ল্ড বুলেটিন অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।