ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ইসলাম

সৌদি আরবে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক পদে নারী

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, জুন ২, ২০১৭
সৌদি আরবে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক পদে নারী সৌদি আরবে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক পদে নারী

সৌদি আরবের প্রাচীন পত্রিকা আল বিলাদের ব্যবস্থাপনা সম্পাদক পদে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। মানাল আল শরীফ (Manal Al Sharif) নামের ওই নারী সাংবাদিকের নিয়োগের খবর দিয়েছে সৌদি গেজেট।

আরবি দৈনিক আল বিলাদ সৌদি আরবের প্রাচীনতম সংবাদপত্রগুলোর একটি। এটি ১৯৩২ সালের এপ্রিল মাসে সাল থেকে প্রকাশিত হচ্ছে।


 
আল বিলাদ কর্তৃপক্ষের মতে, সাংবাদিকতায় মানাল আল শরীফ নিজ দক্ষতা ও প্রতিভাগুণে সফলতার সাক্ষর রেখেছেন প্রায় দুই দশক ধরে। তিনি এ পদের যোগ্য দাবীদার। আমরা যোগ্য লোককেই নিয়োগ দিয়েছি।

মানাল আল শরীফ কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষায় স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। পরে শিকাগোর নর্থ উয়েস্টার্ণ বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া এবং সাংবাদিকতা বিষয়ে ডিপ্লোমা করেন।

তিনি লেবাননের জনপ্রিয় নাহার পত্রিকা থেকে অনুসন্ধানমূলক লেখার জন্য ফেলোশীপ পেয়েছিলেন।
 
মানাল আল শরীফ প্রথম সৌদি নারী সাংবাদিক, যিনি ২০০১ সালে জাতিসংঘের অধীনে এক বিশেষ কর্মশালার অধীনে প্রশিক্ষণ নিয়েছেন।  

সাংবাদিকতায় বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ২০ বছর ধরে আল ইকতিসাদিয়া, আল ওয়াতান, মদিনা ও ওকাজে কাজ করেছেন।

মানাল আল শরীফের নিয়োগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।