তাই তো মানুষ খোদার প্রেমের টানে মানুষ ছুটে আসে পাগলের মতো মক্কা পানে, তাওয়াফ করে, আল্লাহ ঘর দেখে তপ্ত হৃদয় শান্ত করেন।
হজের পর পবিত্র রমজান মাসে সবচে’ বেশি মানুষ পবিত্র ওমরা পালন করেন।
সৌদি প্রেস এজেন্সির সৌজন্যে প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, অসংখ্যা মানুষ একসঙ্গে কাবার দিকে ফিরে নামাজ আদায় করছেন, অনেকে তাওয়াফ করছেন। সবাই ধ্যানমগ্ন, সবাই মোহিত এক আল্লাহর প্রেমে।
ছবিতে দেখা যাচ্ছে, কাবার সামনে, আশেপাশে, কাবা চত্ত্বরে যতদূর চোখ যায়, দেখা যায়- শুধুই নামাজি মানুষের ভিড়। শুধু্ মহান প্রভুর সন্তুষ্টি লাভের প্রত্যাশী মুমিনদের মিছিল।
বস্তুত রমজান মাসে সুযোগ ঘটে নিজেকে নতুন করে রাঙানোর, নিজেকে জ্বালিয়ে-পুড়িয়ে পরিশুদ্ধ করার। এ লক্ষে বিশ্বাসীরা এক বুক আশা নিয়ে প্রতীক্ষা করেন পবিত্র রমজানের। রমজানের ইবাদত, রমজানের তাওয়াফ, রমজানের কিয়ামুল লাইল, রমজানের ওমরা, রমজানে নিজেকে পরিশুদ্ধ করার আঁকুতিতে ভরপুর ছবিগুলো আবেগাক্রান্ত করে তোলে মুমিন হৃদয়।
ইহরামের সাদা কাপড় গায়ে জড়িয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত অসংখ্য ক্ষমাপ্রত্যাশীর মিছিলে মাবুদ আমাদেরও শামিল করে দাও।
প্রকাশিত ছবিগুলো বেশ আকর্ষণীয়, দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর। ছবিগুলো আকাশ থেকে উঠানো হয়েছে।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এমএইউ/