ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

দাম্মামে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জুন ১১, ২০১৭
দাম্মামে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান দাম্মামে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান

সৌদি আরবের দাম্মামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের শিশুদের জন্য ‘প্রবাসী মুকুল’ নামে মনোজ্ঞ শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টার এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে অনুর্ধ্ব দশ বছরের শতাধিক শিশু অংশ নেয়।

অনুষ্ঠানে শিশুদের কোরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত, গল্প, আবৃত্তি ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন ছিল।
দাম্মামে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান
রাত দশটায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় রাত দেড়টায়। এতে বাংলাদেশি সোসাইটির নেতৃত্বশীল ব্যক্তিবর্গ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারের ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং প্রবাসী বিভাগের প্রধান ও অন্যান্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিশুদের মায়েদের জন্যও আয়োজন ছিল পার্শ্ববর্তী তাঁবুতে। প্রজেক্টরের সাহায্যে তারাও অনুষ্ঠানটি উপভোগ করেন।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ১১, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।