তানজানিয়ার মোট আয়তন ৯৪৫,১০০ বর্গকিলোমিটার। দারুস সালাম দেশের বৃহত্তম শহর ও প্রশাসনিক রাজধানী।
শনিবার (১৭ জুন) তানজানিয়ার রাজধানী দারুস সালামে সম্পন্ন হয়েছে আফ্রিকার বৃহত্তম হিফজুল কোরআন প্রতিযোগিতা।
সৌদি সরকারের অর্থায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার এবার ছিলো ১৮তম আসর।
এবারের প্রতিযোগিতায় আফ্রিকার ১৫টি দেশের ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি।
তানজানিয়ার জাতীয় ফুটবল স্টেডিয়ামে ৬৫ হাজার মানুষের উপস্থিতিতে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসেম মাজওয়ালা, ইসলাম বিষয়ক মন্ত্রী ড. ইবরাহিম জায়েদ এবং সৌদি বাদশাহর প্রতিনিধি আবদুল মালেক।
প্রতিযোগিতায় ৬ জনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে দু’জন মেয়েও রয়েছে।
আফ্রিকার অত্যন্ত সম্মানজনক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সোমালিয়া থেকে আগত ১২ বছর বয়সী মুহাম্মদ আবদুল্লাহি আদেন। তাকে দেওয়া হয় ১৫ মিলিয়ন সিঙ্ক। যার অর্থ মূল্য প্রায় ৭ হাজার মার্কিন ডলার। দারুস সালাম ধর্ম কমিশনের পক্ষ থেকে দেওয়া হয় আরও ১ মিলিয়ন সিঙ্ক।
অনুষ্ঠানে বাকি ৫ বিজয়ীর জন্য ঘোষণা করা হয় বিভিন্ন মেয়াদি স্কলারশিপ।
তানজানিয়ার প্রধানমন্ত্রী এ আয়োজনে সহযোগিতার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এ আয়োজন আমাদের দেশের জন্য গর্বের এবং পুরো আফ্রিকার জন্যও গর্বের।
তিনি আফ্রিকার শিশুদের শিক্ষা ও চিকিৎসার জন্য বিশ্বের সামর্থ্যবান দেশ- বিশেষত মুসলিম দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
-দ্য সিটিজেন ও আজানিয়া পোস্ট অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমএইউ/