হজ পালনে এক মাসের বেশি সময় মক্কা, মিনা, মুজদালিফা ও মদিনায় অবস্থান করতে হয় বিভিন্ন দেশ থেকে যাওয়া ৪০ লাখ হাজিকে। হজের মূল আনুষ্ঠানিকতা হয় পাঁচদিন।
হজের বিভিন্ন খবর, ঐতিহাসিক ঘটনা, স্থাপনার সচিত্র প্রতিবেদন করতে এরইমধ্যে জেদ্দা পৌঁছেছেন মুফতি এনায়েত। হজের খবর জানানোর পাশাপাশি তিনি নিজেও হজব্রত পালন করবেন।
মুফতি এনায়েত নিউজরুমে কাজ করলেও মুসলমান ধর্মাবলম্বীদের নিয়ে বড় ইভেন্ট থাকলেই চলে যান স্পটে। সেখান থেকে তরতাজা খবর পাঠাতে সিদ্ধহস্ত তিনি।
ইসলাম ধর্ম নিয়ে রয়েছে তার বিস্তর পড়াশোনা। ধর্মীয় বিভিন্ন অনুশাসন সঠিকভাবে বিচার-বিশ্লেষণ ও তথ্য-প্রমাণ উপস্থাপন করেই পাঠককেরে সামনে প্রতিবেদন হাজির করেন তিনি। এবার জেদ্দা-মক্কা-মদিনার পথে-প্রান্তরে হেঁটে ইতিহাসের অলিগলিতে বিচরণ করে তরতাজা খবর পাঠাবেন মুফতি এনায়েত।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এএ