ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজের খুতবায় নতুন খতিব শায়খ ড. সাআদ আশ শাসরি

মুফতি এনায়েতুল্লাহ, সিনিয়র বিভাগীয় সম্পাদক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
হজের খুতবায় নতুন খতিব শায়খ ড. সাআদ আশ শাসরি আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন শায়খ ড. সাআদ আশ শাসরি

অারাফাতের ময়দান থেকে: আজ বৃহস্পতিবার (৯ জিলহজ, ৩১ আগস্ট) পবিত্র হজ। হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয়।

এবার আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন নতুন খতিব বিশ্বনন্দিত ইসলামিক স্কলার, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের সদস্য, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের রাজকীয় উপদেষ্টা শায়খ ড. সাআদ আশ শাসরি।

বাদশা সালমান এরইমধ্যে এ ব্যাপারে একটি রাজকীয় ফরমান জারি করেছেন।

দীর্ঘদিন পর গত হজে প্রথমবারের মতো খুতবা দিয়েছিলেন ড. আবদুর রহমান আস সুদাইস। এর আগে খুতবা দিতেন শায়খ বিন বায। আস সুদাইসের অসুস্থতার কারণে নতুন খতিব নির্বাচন করা হলো।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এমএইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।