ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

১১৪ ধরনের সাজসজ্জায় ভিন্ন নকশার কোরআন

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
১১৪ ধরনের সাজসজ্জায় ভিন্ন নকশার কোরআন ১১৪ ধরনের সাজসজ্জায় ভিন্ন নকশার কোরআন ও লিপিকর মারওয়ান আল আরিযা

পবিত্র কোরআনের ১১৪টি সূরাকে আলাদা আলাদা ডিজাইন করে দীর্ঘ ১০ বছরের চেষ্টায় ভিন্ন ধরনের একটি কোরআনের কপি প্রস্তুত করেছেন এক চিত্রশিল্পী।

আর এ কারণে পবিত্র কোরআনের ওই কপিকে বিশ্বের প্রথম আর্ট সংস্করণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।  

কোরআনে কারিমের ওই কপিটি লিখেছেন লেবাননের এক শিল্পী।

তার নাম মারওয়ান আল আরিযা। তিনি লেবাননে ডিজাইনার এবং হস্তলিপিকর হিসেবে বেশ প্রসিদ্ধ।  

পবিত্র কোরআনের এমন সংস্করণে তিনি প্রতিটি সূরাকে ভিন্ন ভিন্ন সুন্দর ডিজাইনে সাজিয়েছেন।

আল আরিযা ১০ বছর ধরে কম্পিউটার দ্বারা নকশার কাজ সম্পাদন করেছেন। এমন কাজ কাগজের ওপর হাতে করলে সময় লাগতো প্রায় ২০০ বছর!

৪৭৬ পৃষ্ঠার কোরআন শরিফটির দৈর্ঘ্য ৫৭ সে. মি. এবং প্রস্থ ৪৩ সে. মি.। এই কোরআনের পৃষ্ঠায় কোনো ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়নি। তাই মূল কপিটি শত শত বছর ধরে ভালো থাকবে বলে জানিয়েছেন আল আরিযা।  
১১৪ ধরনের সাজসজ্জায় ভিন্ন নকশার কোরআন
দৃষ্টিনন্দন ডিজাইন, উজ্জ্বলতা এবং নকশার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর কোরআন হিসেবে খ্যাতি অর্জন করেছে।

কোরআনের নতুন নকশা প্রসঙ্গে আরিযা বলেন, আমি প্রতিটি সূরাকে ইসলামি ঐতিহ্যের সঙ্গে নকশা করেছি এবং সেটাকে আধুনিক ডিজাইনের সঙ্গে মিলন ঘটিয়েছি। আশা করি, পাঠকরা এটাকে খুব ভালোভাবে গ্রহণ করবেন।

আল আরিযার নকশা করা কোরআনের একটি সংস্করণ ইতোমধ্যে মুদ্রিতও হয়েছে। যা পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।