প্রথমবারের মত এই ইজতেমা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে শুরু হয়ে শেষ হবে শনিবার (০২ ডিসেম্বর)।
ইজতেমার মাঠের দায়িত্বরত আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, প্রায় এক মাস ধরে স্থানীয় ও বিভিন্ন উপজেলা থেকে আগত খোদা প্রেমী লোকজন আল্লাহকে খুশি করার উদ্দেশে মাঠ প্রস্তুতির জন্য স্বেচ্ছায় কাজ করছেন।
ইজতেমা মাঠ সংলগ্ন এলাকার জামিয়া কাসিমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা খাজা আহম্মেদ বাংলানিউজকে বলেন, চাঁদপুরে প্রথমবারের মত এ ইজতেমা। তাই যারা পূর্বে বিভিন্ন জেলায় ইজতেমার আয়োজন করেছেন তাদের পরামর্শ নিয়ে মাঠ প্রস্তুত করা হয়েছে। তাবলিগ জামায়াতের নিজস্ব লোকজনই ইজতেমার নিরাপত্তাসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন।
এদিকে, বুধবার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ইজতেমা মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি তিনদিন ইজতেমা মাঠে দায়িত্বপালনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দিক নিদের্শনা দেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এনটি