ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ইসলাম

নবী করিম সা. কে নিয়ে কটূক্তি: মালয়েশীয় নারীর সাজা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
নবী করিম সা. কে নিয়ে কটূক্তি: মালয়েশীয় নারীর সাজা ৪৬ বছর বয়সী দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম থম ইয়োট মুই

ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মালয়েশিয়ার এক গৃহিনীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।  

৪৬ বছর বয়সী দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম থম ইয়োট মুই (Tham Yut Mooi)।

তিনি দেশটির চাইনিজ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর।

রাষ্ট্র পরিচালিত ‘বারনামা নিউজ এজেন্সি’র খবরে বলা হয়, ২০১৬ সালে পেরাক রাজ্যের একটি মসজিদে ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির তিনটি মামলায় এই নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ইপোর ম্যাজিস্ট্রেট আদালতে তিন হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। তবে আপিলের সুযোগ থাকায় ওই নারীকে এখনই জেলে যেতে হচ্ছে না।

মুসলিম প্রধান দেশটিতে দুই স্তরবিশিষ্ট বিচারব্যবস্থা প্রচলিত। ইসলামি কোর্টে মুসলিম পরিবার ও নৈতিকতা সংক্রান্ত মামলাগুলো বিচার করা হয়।  

আর ধর্মনিরপেক্ষ আদালত নাগরিক অপরাধের বিচার করে।

মালয়েশিয়া নানান বর্ণ, ধর্ম আর সংস্কৃতির মানুষের দেশ।  

দেশটিতে মোট জনসংখ্যার ৬০ ভাগ মুসলিম জনগণ বসবাস করছে উন্নত মর্যাদায়। ঘর-বাড়ী, সরকারি অফিস-আদালত সব কিছুতেই রয়েছে ইসলামি স্থাপত্যের ছাপ।  

মালেশিয়ার মুসলমানদের প্রায় প্রত্যেকেই পারে সুন্দর কোরআন তেলাওয়াত করতে। তাদের রয়েছে ইসলাম সর্ম্পকে পর্যাপ্ত ধারণা।  

-এএফপি অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।