ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

ইন্দোনেশিয়ায় মার্কিন পণ্য বর্জনের ডাক

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ইন্দোনেশিয়ায় মার্কিন পণ্য বর্জনের ডাক বিক্ষোভকারীরা শুধু উপস্থিত জনতার কাছে নয় বরং সমগ্র দেশবাসীর কাছে মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন

জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেছে আমেরিকা। এর প্রতিবাদে পথে নেমেছে ইন্দোনেশিয়ার মানুষ। সেই প্রতিবাদ মিছিল থেকে ঘোষণা এসেছে মার্কিন পণ্য বর্জনের।

বিক্ষোভকারীরা শুধু উপস্থিত জনতার কাছে নয় বরং সমগ্র দেশবাসীর কাছে মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন।  

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর থেকেই জাকার্তায় বিক্ষোভ শুরু হয়েছে।

প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে।

সোমবার বিক্ষোভের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পায়। পুলিশের হিসেবে ওই দিন প্রায় ৮০ হাজার বিক্ষোভকারী হাজির ছিলেন জাকার্তায়।  

চলতি মাসের ছয় তারিখে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ইসরাইলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।  

ট্রাম্পের এই ঘোষণা নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ চলছে। সেই বিক্ষোভের ধারাবাহিকতায় সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান মসজিদ থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনের স্কয়ারে জড়ো হন। সেখান থেকেই মার্কিন পণ্য বর্জনের ঘোষণা আসে।  

বিক্ষোভবারীরা জেরুজালেম বিষয়ে নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

-টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।