এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে আনুষ্ঠানিকভাবে বয়ান শুরু হবে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তারা আশা করছেন এবারের ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে।
ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ ইজতেমা মাঠে থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিছুর রহমান।
জেলা প্রশাসক পরিমল সিংহ বাংলানিউজকে জানান, প্রচণ্ড শীতের মধ্যে ইজতেমা শুরু হচ্ছে। এ সময়ে মুসল্লিরা ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। তাই ইতোমধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তার ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ