ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

বৃহস্পতিবার মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বৃহস্পতিবার মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু ইজতেমা ময়দান

মেহেরপুর: বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হবে।

এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে আনুষ্ঠানিকভাবে বয়ান শুরু হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এ ইজতেমা শেষ হবে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। তারা আশা করছেন এবারের ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে।

ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ ইজতেমা মাঠে থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিছুর রহমান।

জেলা প্রশাসক পরিমল সিংহ বাংলানিউজকে জানান, প্রচণ্ড শীতের মধ্যে ইজতেমা শুরু হচ্ছে। এ সময়ে মুসল্লিরা ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। তাই ইতোমধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিদের নিরাপত্তার ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।