সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যে ঘোষণা দিয়েছেন, সিরিয়ার গ্র্যান্ড মুফতি এর বিরোধিতা করে বিশ্বের মুসলিম ও খ্রিস্টানদের তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, পোপ ফ্রান্সিসকেও যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে হবে।
লেবাননের আরবি টেলিভিশন আল মায়েদিনকে দেওয়া এক সাক্ষাতকারে গ্র্যান্ড মুফতি বলেন, বিশ্বের খ্রিস্টান ও মুসলিম দেশগুলোর দূতাবাস বরং তেলআবিব থেকে সরিয়ে নিয়ে পূর্ব জেরুজালেমে খোলা উচিত।
ট্রাম্পের এমন ঘোষণার মধ্যে দিয়ে ইসরাইল-ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্র তার এক দশকের পররাষ্ট্রনীতি পাল্টে দিয়েছে। ইসরাইল পূর্ব জেরুজালেম ১৯৬৭ সালে দখল করে নেয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই এলাকা ইসরাইলি জবরদখল স্থান হিসেবে পরিচিত।
-টাইমস অব ইসরাইল অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমএইউ/