ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ইসলাম

২০১৯ সালের বিশ্ব ইজতেমা শুরু ১১ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
২০১৯ সালের বিশ্ব ইজতেমা শুরু ১১ জানুয়ারি বিশ্ব ইজতেমার মাঠে মুসল্লিরা/ফাইল ছবি

গাজীপুর: তাবলিগ জামাত আয়োজিত ২০১৯ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরের মতো ২০১৯ সালেও দুই ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। 

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে ২০১৯ সালের ১১ জানুয়ারি (শুক্রবার)। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ১৩ জানুয়ারি শেষ হবে।

এর চারদিন পর আবার একইভাবে ১৮ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপ, আর আখেরি মোনাজাতে ২০ জানুয়ারি শেষ হবে।  

ওই বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবে বিদেশি মুসল্লিসহ দেশের ১৬ জেলার মুসল্লি।  

তিনি আরো জানান, বিশ্ব ইজতেমার মুরুব্বিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ২০১৯ সালের বিশ্ব ইজতেমার তারিখ নিধারণ করা হয়। মুসল্লিদের সুবিধার্থে আগামী বছরও দুই ধাপে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।