রাসূলের হাদিসের বিশাল ভাণ্ডার সাহাবারা মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করেছেন। সাহাবারা নবী করিম (সা.)-এর মুখ থেকে হাদিস শুনে মুখস্থ করার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন।
যা পরবর্তী সময়ে হাদিস সংকলকরা তা সংগ্রহ করে বাছাই করে পুস্তকাকারে প্রকাশ করেন। সংখ্যাধিক্যের ভিত্তিতে হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন ৫ হাজার ৩৭৪টি হাদিস। তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন।
হাদিসের সর্বাধিক নির্ভযোগ্য কিতাবে নাম- বোখারি শরীফ। এই কিতাবে সাত হাজারের মতো হাদিস সংকলন করা হয়েছে।
হাদিস সংকলক ও সাহাদের পর একসঙ্গে শত শত হাদিস মুখস্থ করার দৃষ্টান্ত খুব কম। কিন্তু এই বিরল কাজটি সম্পন্ন করলেন হাফেজ হাবিবুল্লাহ সিরাজী।
তিনি সহিহ বোখারির ৭ হাজার ২৭৫টি হাদিস (পুনরাবৃত্তি ছাড়া) মুখস্থ করার গৌরব অর্জন করেছেন।
হাফেজ হাবিবুল্লাহ সিরাজী সিরাজগঞ্জের ইসলামনগর পাইকশা গ্রামের মাওলানা ইসমাইল সিরাজী ও আমেনা বিনতে আবু সাইদের পুত্র।
তিনি ২০০২ সালে পবিত্র কোরআন হেফজ করেছেন। হাফেজ হাবিবুল্লাহ সিরাজীর বোখারি শরীফ মুখস্থ করেতে সময় লেগেছে মাত্র ৪২ দিন।
২৪ বছর বয়সী এই মেধাবী হাফেজে কোরআন বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে মাষ্টার্সে অধ্যয়ন করছেন।
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এমএইউ/