ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ইসলাম

আখেরি মোনাজাত শেষে ঘরমুখী মুসল্লিদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
আখেরি মোনাজাত শেষে ঘরমুখী মুসল্লিদের ঢল আখেরি মোনাজাতের পর সড়কে মুসল্লিদের ঢল। ছবি: সুমন শেখ

টঙ্গী ইজতেমা ময়দান থেকে: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে সড়কে নেমেছে ঘরমুখী মুসল্লিদের ঢল। ঢাকাসহ আশপাশের এলাকা থেকে আগত মুসল্লিরা ফিরতে শুরু করেছেন ট্রেন, বাস, পিকআপসহ বিভিন্ন বাহনে চড়ে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তুরাগ পাড়ের বিশাল ময়দানে ইজতেমার আখেরি মোনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে হাত তুলে দোয়া করেন লাখো মুসল্লি। ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়েরের পরিচালনায় ৩৫ মিনিট পর্যন্ত চলে এই মোনাজাত।

 

মোনাজাতের পরই টঙ্গী স্টেশন রোডসহ আব্দুল্লাহপুর সড়কে থাকা ময়দানের ফটক দিয়ে ঘরমুখী মুসল্লিদের ঢল নামে। তবে ঢাকা-ময়মনসিংহ সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় মুসল্লিদের পায়ে হেঁটে রওয়ানা হতে দেখা যায়।  

গাজীপুরের শ্রীপুর থেকে আগত মুসল্লি রফিক বাংলানিউজকে বলেন, এবার বিভাগীয় পর্যায়ে ইজতেমা হওয়ার কারণে টঙ্গী ময়দানের আয়োজনে মুসল্লি সমাগম কিছুটা কম হয়েছে। তবে এটা ভালো হয়েছে। মুসল্লিদের কষ্টও কমেছে, তারা শান্তিপূর্ণভাবে আসার পর ফিরতেও পারছেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।