গত ১৪ জানুয়ারি বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং সৌদি আরবের হজ ও ওমরামন্ত্রী ড. সালেহ তাহের বিন বানতেনের উপস্থিতিতে হজ চুক্তি সই হয়। সৌদিতে এ চুক্তি সই করার সময় ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশের তরফ থেকে এ বছর হজযাত্রী বাড়ানোর আবেদন করা হয়। কিন্তু কোনো দেশেরই হজযাত্রীর কোটা বাড়েনি বলে বাংলাদেশেরও বাড়েনি। আগের বছরের কোটাই থাকছে এ বছরও।
হজ চুক্তি করতে গত ১২ জানুয়ারি সৌদি যান ধর্মমন্ত্রীসহ কর্মকর্তারা। দেশে ফিরে তারা হজ চুক্তির বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এইচএ