মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলেমরা আত্মঘাতী বোমা হামলার বিষয়ে সর্বসম্মত ফতোয়া তুলে ধরেন।
পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় বইটি রচিত হয়েছে।
পাক আলেমরা আরও বলেছেন, এসব আত্মঘাতী হামলা নিষিদ্ধ। বোমা হামলার মাধ্যমে ইসলামের মূল শিক্ষা লঙ্ঘন করা হচ্ছে।
পাকিস্তানের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি বইটি বের করেছে। এ বই প্রকাশের অন্যতম লক্ষ্য হচ্ছে- পাকিস্তানে চলমান সন্ত্রাসবাদের লাগাম টেনে ধরা। ২০০০ সালের পর থেকে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ও নানামুখি সন্ত্রাসী তৎপরতার কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসিডেন্ট মামনুন হোসেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সর্বসম্মতভাবে দেওয়া এই ফতোয়ার কারণে পাকিস্তানে সৃষ্ট সন্ত্রাসবাদ, চরমপন্থা ও সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সহায়তা করবে। ’
তিনি আরও বলেন, আধুনিক ইসলামি সমাজের স্থিতিশীলতার জন্য এই ফতোয়া একটি শক্তিশালী ভিত্তি দেবে।
আত্মঘাতী বোমা হামলা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। সে কারণে এটি নিষিদ্ধ বলেও মন্তব্য করেছেন তারা।
এর আগে মধ্যপ্রাচ্যের ধর্মীয় নেতারাও ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গিগোষ্ঠীর ডাকা জিহাদ ও আত্মঘাতী হামলার বিরুদ্ধে এ ধরণের ফতোয়া দিয়েছিলেন।
-রয়টার্স অবলম্বনে
ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এমএইউ/