ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ইসলাম

শনিবার ঢাকায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
শনিবার ঢাকায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সম্মেলন এশায়াত সম্মেলনে অংশগ্রহণের জন্য সবার প্রতি স্ববান্ধব দ্বীনি দাওয়াত দিয়েছে সংগঠনটি

শনিবার (২৭ জানুয়ারি) ঢাকার গুলিস্থানে কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিকতের ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী।

সম্মেলন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।  

এশায়াত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ. কে. এম. ছায়েফ উল্যা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মোকাদ্দছুল ইসলাম, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল এম. এ মাদরাসার অধ্যক্ষ আল্লামা আ. খ. ম আবু বক্কর ছিদ্দিক, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ হাসান মাসুদ, মোমেনশাহী ডি. এস. কামিল এম. এ মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. মোহাম্মদ ইদ্রিস খাঁন প্রমূখ।  

এশায়াত সম্মেলনে অংশগ্রহণের জন্য সবার প্রতি স্ববান্ধব দ্বীনি দাওয়াত দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।